অন্ধ হলেও প্রলয় বন্ধ থাকে না।
শারমীন সৌভিক কে ডাক দাও তো, এই বাক্য টা আমার খুব প্রিয় আর পরিচিত।
আমার স্যার আমায় ডাকতে পাঠাতেন এভাবেই
শারমীন আপা ডাকলেই বুঝলাম কিছু টাইপ করতে হবে।
সব সময় হাতের লেখা ভালো ছিলো বলে একটা ভয় ও কাজ করতো কারন সবাই চিনে ফেলতো ক্যাম্পাসে যে এটা কার হাতের লেখা।
আবার টাইপিং আসার পরে তো সবাই এক প্রকার কম্পিটিশন ই করে ফেলে এই টাইপ করার আগে পরে ভাব টা নিয়ে।
এখন তো চাকুরীতে এপ্লিচিউড টেষ্ট করা হয় ই এটা দিয়ে।
আপনি যদি ১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট এ অংশগ্রহণ করেন তাহলে আপনার স্পিড আরো বেশি হবে এটা পাক্কা আর এর
উপকার পাবেন আপনার বাকী জীবনের সব টা তে।
আমি ম্যাজিক টের পাচ্ছি।
আপনি পাচ্ছেন তো?
যা নিয়মের তা কিন্তু চেঞ্জ হবে না