হার জিত চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতে হবে।
বাধা বিঘ্ন না পেরিয়ে কে কবে বড় হয়েছে?
রাইট
এটা ও শতভাগ সত্য কথা
ডুয়েটে যখন এডমিশনে ছিলাম তখন ফিল করলাম আমার প্রোগ্রামিং স্কিল টা আরো বাড়ানো উচিত।
এই চিন্তা থেকে একটা বড় ভাই এর স্মরনাপন্ন হয়েছিলাম।
ভাইয়া আমাকে টানা তিন দিন এশার নামজের পরে ওনার মেসে যেতে বলেন।
আমি ঐ সময়েই ওনার মেসের সামবে গিয়ে ফোন দিই ভাইয়া সব সময় ১০ মিনিট বলে বলে প্রথম দিনে রাত ১২ টা
২য় দিনে রাত ১২ঃ৪০
এবং পরের দিনে রাতে ১১ টায় এলেন।
সব দিন আমায় বললেন কাজের অনেক চাপ আর অনেক ছাত্র ছাত্রী পড়াতে হয় তো তাই তোমাকে সৌভিক লেট করাতে হলো।
আমি আর পরের দিন থেকে যায় নি, হাসি মুখে ভাইয়া কে বিদায় দিয়ে এসেছিলাম।
সেদিন ই সিধান্ত নিলাম যে আমি কোরবানির ঈদে বাড়ি যাচ্ছি না।
বাড়ির একমাত্র ছেলে ঈদে বাড়ি যাবে না এটা খুব সহজ ছিলো না কিন্তু ডেডিকেশন ছিলো আমায় প্রোগ্রামিং টা শিখতে হবে।
এবং এমন ভাবে আমি শিখতে চাই যেন আমার বেসিক টার জন্য আমি সকলের বেসিক টা ক্লিয়ার করতে পারি।
কেননা প্রোগ্রামিং নিয়ে সকল আইটির ছাত্র ছাত্রীদের ভিতি কাজ করতো।
আমি পেরেছিলাম এমন ভাবেই যে আলহামদুলিল্লাহ আমি এখন ক্যাম্পাসে প্রোগ্রামিং এর ক্লাস ই নিচ্ছি।
নিজে সফটওয়্যার এর UI/UX এবং Algorithm ও বানাচ্ছি।
সেই ছেলেটার ই একাডেমিক তিনটা বই প্রোগ্রামিং রিলেটেড যার একটা আবার ই-কমার্স এবং সি এম এস নামেই।
আমি ভাইয়ার কাছে হেরেছিলাম কিনতি দমে যায় নি।
ইনশাআল্লাহ আপনারা ও চেষ্টা রাখবেন, দমে যাবেন না, ভালো কিছুই হবে।