অলসতা কাটিয়ে সফল হবার উপায়।
এই জায়গা টা তে আমি বড্ড আলাদা এটা আমি খুব আত্নবিশ্বাস নিয়েই বলতে পারি।
আমার কাছে সর্বদা মনে হয় যার সকাল শুরু হয় ফজর নামায পড়ে তার কিন্তু দিন টা অনেক বড় হয়।
এই কাজে সব চেয়ে বড় বাধা হলো অলসতা।
আমরা অনেকেই কাজের আগে হিসাব করি শনিবার, ১ তারিখ, ৫ তারিখ, ১০ তারিখ এভাবে।
মানে আমরা সব সময় প্ল্যান করে ওমুক দিন আর ওমুক তারিখ হিসাব করে কাজ শুরু করতে চাই কিন্তু এটা ভাবছি না এই কাজ শুরুর আগের সময় টুকু অলস ভাবেই কাটিয়ে ফেলছি।
আমার কাছে কথা হলো লক্ষ্য স্থির করবো আজ, প্ল্যানিং শেষ এনালাইসিস শেষ ওকে এবার কাজে নামতে হবে।
চ্যালেঞ্জ নিতে হবে আর সেইদিকে দৌড়ানো শরু করতে হবে।
আইটির যুগ তো আরো খারাপ, এক দিন ব্রেক দিবেন আর এত পিছিয়ে যাবেন যা কভার করাই কষ্টসাধ্য।
তাই অলসতা কাটাতে হবে ছোট্ট ছোট্ট পদক্ষেপ থেকে।
অনেকেই নামাজের পরে ঘুমিয়ে সকাল শুরু করেন ১০ টায়।
এতে লাভ নাই বলেই আমার বিশ্বাস।
যার ৯ টায় ওঠার অভ্যাস তিনি একবারে ৭ টায় উঠতে চাইলে হবে না, কাজ করতে হবে আস্তে আস্তে।
রাতারাতি কিছুই চেঞ্জ হয়ে যায় না।
Keep patience, success will come in your arms