হে নুতন,
দেখা দিক বার বার জন্মের প্রথম ক্ষন
১১ই অক্টোবর জন্মদিন আমার আর এই দিন টা গত ৮ বছর ধরে যেন একটু বেশি ই উপলক্ষ বয়ে নিয়ে আনে।
যদি ও আমার প্রতিটা জন্মদিনেই আমি চেষ্টা করি কিছু না কিছু আলাদা করার।
এবারে জন্মদিন টা কেটেছে ভিন্ন আংগিকে।
এই বছরে উইশ পেয়েছিলাম ২৫০০+
সব দিক মিলিয়ে আমার জন্য এটা একটা বিশাল ব্যাপার ছিলো আমার আজীবনের লালিত স্বপ্ন হলো নিজেকে পরিচিত করতে পারা।
সম্মান অর্জন করা
আমার মৃত্যুর পরেও যেন মানুষ আমার নাম টা মনে নিতেই যেন একটা ভালোলাগা তাদের মাঝে কাজ করে।
ডি এস বি আমাকে কিন্তু সেই প্ল্যাটফর্ম টাই দিয়েছে তাই আমার কৃতজ্ঞতার শেষ নেই এখানে।
যখন ক্যাম্পাসে লেকচার দিতাম ভাবতাম ছাত্র ছাত্রীরা সবাই কেন আগ্রহ পায় না।
কেন ই বা এমন হচ্ছে?
আমি নিজের কাজ নিয়ে নিজেই মার্কিং করা শরু করলাম।
দেখলাম আত্নতৃপ্তি আছে যেসকল জায়গায় সেই সকল জায়গায় আমার কাজের মান ও ভালো হচ্ছে।
আর তাই আমি বলি যে ভালো কাজের মাধ্যমে নিজেকে পরিচিত করার মাঝে আলাদা সুখ আছে।
স্ক্রিন শটের কমেন্ট টা আমায় আরো বেশি অনুপ্রাণিত ও করছে।
এমন কমেন্ট গুলি থেকেই তো চেনার সুত্রপাত ঘটে।