চল এগিয়ে যাই
নিজের স্বপ্ন ঠিক করুন এবং স্বপ্নের সাথে কথা বলুন। স্বপ্ন পূরণে ছোট ছোট ধাপ ঠিক করে প্রতিদিন এগুতে থাকুন হাসি মুখে।
এই কথা টা আজ স্যার এর পোষ্টে দেখলাম কিন্তু আমি আমার ছাত্র ছাত্রীদের এটা সব সময় বলি- Run, to catch your dream
মনিহারে শাকিব খান আর বিদ্যা সিনহা মীমের একটা সিনেমা রিলিজ হলো, ওনারা আসবেন বলে
সারা দিন জুড়েই যশোর পলিটেকনিকের মাঠে নিছিদ্র নিরাপত্তা।
যেহেতু আমি হলেই থাকি আর আমার রুম থেকে (৩য় তলায় ৬ নাম্বার রুম) বের হলেই ব্যালকনিতে দাড়িয়েই দেখা যাবে ওনাদের।
এই চিন্তায় আছি যে দেখার হলে এখানেই দেখবো। ওনাদের বেলা তিন টার শো তে থাকার কথা সেই ভাবেই হেলিকাপ্টার টা ল্যান্ড করার কথা।
হঠাত আমাকে ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টের স্যার ফোন করে জানালো সৌভিক আমার তো ট্রান্সফার হয়েছে।
আমি কাল সকালে চলে যাবো তুমি তোমার থিম টা আমায় আজ ই দিয়ে যেও।
আমি তো বসে পড়লাম বাইনারি এর ০ আর ১ নিয়ে।
এর মাঝেই এসে গেলেন নায়ক আর নায়িকা যুগল।
আমি রুমেই বসে আছি দেখে আমার বন্ধু ডাকলো ঐ সৌভিক আয় বাইরে।
আমি বললাম না রে স্যার কে প্রজেক্ট পেপার গুলা আজ ই দিয়ে দিব নইলে আমার কাল যাওয়া হবে না।
আমার কথা শুনে আর এক বন্ধু বলে উঠলো যে সৌভিক এক ধাপ এগিয়ে গেলো।
আমি এটাই বুঝি যে কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হবে।
আমি ত্যাগ করতে রাজী কারন আমার কাছে পাবার মজাটা আলাদা।
আপনারা ও শুরু করতে পারেন এই চিন্তাটা।
দেখেন ধান্দাবাজীতে আমি ফেসে গেছি।
আখেরে লাভ টা কিন্তু আমার ই হয়েছে, কীভাবে?
আমি ডিজিটাল ইলেকট্রনিক্স টা খুব দারুন ভাবে পারি পড়াতে আর নিজে ভার্সিটিতে ও খুব ইফেকটিভ ভাবেই শেষ করেছি ল্যাব টেষ্ট ও কোন প্রিপারেশন ছাড়াই।