১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট-২৫

২ মিনিট মাত্র ২ মিনিট
সৌভিক ভাই আজকে যদি আপনি ২ মিনিতের বেশি সময় নেন তাহলে খবর আছে।
আচ্ছা হোক তাও তো আগে দুই মিনিট নিয়ে পড়েন।
স্যার মুলত এই পোষ্টে আমাদের কে বুঝিয়েছেন যে কিভাবে আমরা আমাদের ইংরেজী স্কিল বাড়াতে পারি এবং শুরুটা কিভাবে করবো সেটাই।
আমি ও বলতে চাই-
 নিজের সাথেই কথা বলুন ছোট ছোট করে।
 আয়নার স্মাওনে দাঁড়িয়ে প্রাকটিস করুন
 যে কাজ টি ভালো লাগে ঐ টার সাথে ইংরেজী টা মিলিয়ে নিন। যেমন তামিল মুভি দেখতে পছন্দ তাহলে দেখা হয়েছে এমন মুভির ইংরেজী সাব টাইটেল সহ আবার দেখুন।
 আমি নিজে আর্ট ফ্লিম দেখে অনেক শিখি আপনি ও ট্রাই করতে পারেন।
 নিজের একটা সার্কেল নিয়ে ম্যাসেঞ্জারে গ্রুপ খুলুন এবং নিয়ম চালু হোক ইংরেজীতেই বলবো কথা।
 ছোট ছট শব্দ গুলি যেন আর বাংলায় না সে সেদিকে জ্বোর দিন যেমন wanna sleep, thanks, that will be good, looks ok, wait a minute, carry on
 অন্যের হাসি থেকে অনুপ্রেরনা খুঁজে নিন
 সার্চ ইংলিশে সময় দিন তাহলেই তো হয়ে গেলো।
আমি কিন্তু দুই মিনিটের বেশি নিই নি।
যদি বেশি হয়ে থাকে তাহলে বুঝুন আরো পড়ার অভ্যাস গড়তে হবে আপনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *