১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট ২৬

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি।
তোমায় দেখতে আমি পাই নি।
বাহির-পানে চোখ মেলেছি,
আমার হৃদয়-পানে চাই নি ॥
আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়
তুমি ছিলে আমার কাছে, তোমার কাছে যাই নি ॥
এই পোষ্টে এই গান কে কেন আনা হয়েছে বলেন তো?
যদি শুধু একটা লাইন কে ভাবেন তাহলেই পেয়ে যাবেন-
তুমি ছিলে আমার কাছে, তোমার কাছে যাই নি
আমি যখন ICT CARE কে নিয়ে কাজ শুরু করেছিলাম তখন আমি একাই ছিলাম আর আমার একটা ছাত্র যাকে আমি আজো ভুলি নাই।
আর আমি সিলেকশনে ভুল করেছিলাম এক জায়গায় যেটা হলো মানূষ চিনতে।
এই একতা ভুল আমায় অনেক বেশি সাফার করিয়েছে, কিছু স্বার্থলোভীর জন্য আমি পিছিয়েছি অনেক, হারিয়ে ফেলেছি একজন বড় সৈনিক কে,
তাই ঐ লাইন টা আমার কাছে এই পোষ্টের যথার্থতা প্রমান করেছে।
যারা ডি এস বি আর সার্চ ইংলিশ কে পেয়েছেন কিংবা সত্যিকারের শেখার কোন ব্লগ কিন্তু শিখতে পারেন নি তাদের জন্য ই এই পোষ্ট টি।
পছন্দের গানের ছলে আরো একবার বুঝিয়ে দেয়া যে আমাদের পাশে থাকা ভালোবাসা কেই আমরা ভুলে ক্ষতি করছি নিজের।
আজকে ডি এস বি আর সার্চ ইংলিশ দাড়িয়েছে সেটি এক দিনের ফসল নয় সেটি কিন্তু হুট করেই আসে নি।
সব কিছু এসেছে পরিশ্রম ও সততা দিয়ে কেননা উপকার না পেলে কি কেউ সেটার মুল্যায়ন করে?
সময় দিন এই ব্লগে আর নিজেকে আবিষ্কার করুন নতুন রুপে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *