বিষয়- নিয়মিত বনাম অনিয়মিত
ছোট বেলা থেকেই ক্রিকেট টা খুব ভালো খেলতাম তাই সেটার প্রতি আগ্রহ আমার আজীবন চরমে।
এখনো ক্যাম্পাসে কাউকে খেলতে দেখলে একটু নেশা জেগেই যায়।
এটা কেন?
কারন আমি নিয়মিত যে কাজ গুলি করেছি লাইফে সেটার একটা হলো এই ক্রিকেট খেলা টা।
আর এখন নিয়মিত থাকার ফল তো আমি হাতে হাতেই পেয়েছি।
শুধু যদি শুধু আর্থিক মাপকাঠি হিসাব করা হয় তাহলে হয়তো আমি অনেকের চেয়ে পিছয়ে কিন্তু আমার সার্বিক উন্নতি আমি নিজেই টের পাচ্ছি।
জুলাই ১৫, ২০২০ থেকে লিখি আমি এই সময়ে বদলে গেছে আমার পুরো উদ্যোক্তা জীবন টাই।
ধন্যবাদ দিব না এজন্যই কেননা এটা শুধু ধন্যবাদের কাজ নয়।
এই সময়ের মধ্যে আমি যা কিছু করি না কেন লেখা টা বাদ দিই নি।
এমন কি আমি জ্বরে পড়েছি আমার কাষ্টমার সার্ভিস অফ রেখেছি কিন্তু কোন ভাবেই লেখা থেকে সরে আসি নি।
এখনো যেমন চিন্তা ও টার্গেট সেট করেছি এই বিষয় নিয়ে তাই সেটা পালনের জন্য ম্যাসেঞ্জার নোটিফিকেশন টা অফ রেখেছি।
কারন একটাই আর সেটা হলো ফোকাস।
আমার ইউটিউব চ্যানেলে আমি নিয়মিত ভিডিও আপলোড দিতাম কিন্তু গত ৪/৫ মাসে ব্যাস্ততার জন্য একটু অনিয়ম করেছি আর সেটার ইফেক্ট পড়ছে চ্যানেলে।
আমি এক কথায় যদি বলি তাহলে বলবো লাইফের যে কাজে আপনি নিয়মিত হবেন সেখানে আপনার আত্নতৃপ্তি ও সাফল্য দুইটায় ধরা দিবে আর যেখানে এটার অনুপস্থিতি থাকবে সেটায় ডিপ্রেশনের কারিন হবে।