তোমাকে দেখলে একবার
মরতে পারি শতবার
এই রোমান্টিক বাক্য টি দিয়ে বোঝানো হয়েছে কাজের প্রতি ভালোবাসা।
সকাল ৮ টায় কলেজ শুরু হয় আমাদের এজন্য আমি ভোরে উঠেই মুলত অফিসে যায় কাজ রেডি করতে এবং কাজ বুঝিয়ে দিতে (করোনার আগের নিয়ম)
তো রেডি হয়ে আর একবার অফিস দেখে তাই কলেজে যায়।
প্রায় দিন ই অফিসের ওরা বলে স্যার কষ্ট করে জুতা খোলার তো দরকার নাই আপনি দিব্যি অফিসে এসে জুতা পরেই ঢুকতে পারেন।
আমি ওদের কথার উত্তর দিই না।
শুক্রবারে আমি নিজ হাতেই সব পরিষ্কার করি এখানেও ওদের বক্তব্য স্যার এটা ও আপনার করার দরকার পড়ে না।
একদিন সবাই কে একত্রে নিয়ে উত্তর দিলাম-
তোমাদের/আপনাদের কাছে এটা শুধুই অফিস কিন্তু আমার কাছে এটা ভালোবাসা, এটা আমার প্রেম এটা পবিত্রতার স্থান।
আপনাদের কাছে যা শুধুই ধুলা বালি আমার কাছে সেটাও ভালোবাসার পরম পাওয়া।
আপনাদের কাছে অফিস হচ্ছে ঘড়ির কাটার দিকে তাকিয়ে কখন সময় শেষ হবে সেটা চিন্তা করার জায়গা কিন্তু আমার কাছে এটা ডেডলাইনের সাথে সাথেই ক্লায়েন্ট দের সাপোর্ট দেবার চিন্তা যেখানে আমার স্বপ্ন নিহিত।
আপনাদের কাছে যেটা শুধু টাকা উপার্জনের জায়গা আমার কাছে সেটা স্বপ্ন কে লালন করা, মানুষের প্রতি বিশ্বাস ও সেবা প্রদানের জায়গা।
এই পার্থক্য গুলির জন্য ই আপনারা লেট করতে পারেন কিন্তু আমি পারি না।
এই পার্থক্য গুলির জন্য আপনারা অবসর কে খুজে বের করে সিনেমা চালাতে পারেন।
আপনারা ইউটিউব দেখে সময় কাটাতে পারেন কিন্তু আমি পারি না।
আমার কাছে এটা সম্পূর্ন ভালোবাসার স্থান সেই প্রেম যা আপনাদের কল্পনায় থাকে কোন মানুষ কে নিয়ে।
সেই পবিত্রতা যা আমায় সকল অন্যায় থেকে দূরে রাখে।
স্যার লাইন দুইটির মাধ্যমে কাজের প্রতি অশেষ ভালোবাসা বুঝিয়েছেন যা আনার চিন্তার সাথে পরিপূর্ন মিলে যায়।