১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট -৪০

তন সপ্তাহ বা ৪০ টি পোষ্টের ট্রান্সফরমেশন
নিদৃষ্ট কোন হেডলাইন সহ পোষ্ট এটি নয়, এই পোষ্টে মুলত একজন ব্যাক্তির নিয়মিত ১০ মিনিট (২ মিনিট পড়া ও ৮ মিনিট লেখা) সময় দেবার পরে কি পরিবর্তন সাধিত হয়েছে কমেন্টের মাধ্যমে তা জানতে চাওয়ার প্রয়াস দেখানো হয়েছে।
আমি এই ৪০ পোষ্ট করেছি ২৪ ঘন্টার ব্যাবধানে এজন্য আমি হয়তো টানা ৪০ দিন একটিভ থেকে কি লাভ হচ্ছে এই পোষ্টে তা বলতে পারবো না কিন্তু গত ১৫ই জুলাই-২০২০ থেকে আজ অবধি ডি এস বি তে নিয়মিত থাকার ফলে যে উপকার পেয়েছি সেটা বলতে পারি।
✅ ৫০০০ এর বেশি পাঠক পেয়েছি আমার লেখার।
✅ আমার আজীবনের স্বপ্ন হলো সম্মান অর্জন করতে পারা সেটার ও কমতি নেই।
✅ লেখার স্পিড আর শব্দ চয়ন থেকে জানার আগ্রহ টা বেড়েছে অনেক
✅ আমার কোন নেশা ছিলো না এখন ডি এস বি নামক নেশার খপ্পরে পড়েছি
✅ সারা জীবন চালিয়ে নেবার মত কিছু আত্নার সম্পর্ক পেয়েছি যাদের ছাড়া এক দিন ও চলে না।
সর্বোপরি পাওনার তালিকা যদি করি তাহলে ডি এস বি আমার কাছে বছর জুড়ে হালখাতার কার্ড পাঠাতে পারে এই জন্য আমি নিয়মিত ডি এস বি এর কাঠগড়ায় হাজিরা দিই, অপরাধী হয় নয় কিন্তু আপনাদের ভালোবাসার সৌভিক হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *