১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট -৪১

The Shadowland of dreams by Alex Haley
এই গল্পে টি পড়ে অনেকেই অনুপ্রেরণা পেলেও আমি পেয়েছি একই সাথে সংকল্প ও কঠিন প্রত্যয় ধরে এগিয়ে চলার অনুপ্রেরনা।
✅ এই লেখা পড়ে নিজের মধ্যে যে পরিবর্তন আমি দেখছি-
সত্যি টা হলো সবার আগে জানতে হবে আমি আসলে কি চাইছি আর সেটা কেমন ভাবে চাইছি?
আমার পরিকল্পনা ও সেই একই ভাবে সাজাতে হবে।
সাফল্যের সংজ্ঞা কিন্তু এক এক জনের কাছে এক এক রকম।
আমার লক্ষ্য বা স্বপ্ন টা কোথায়, সেটা নির্ধারন করা টা জরুরী।
নয়তো জীবন কিন্তু মাঝি বিহীন নৌকার মত।
✅ আমাকে নিয়ে আমার স্বপ্ন কি?
আমি নিজেকে একজন মানুষ হিসাবে দেখতে চাই যার স্থান হবে সকলের কাছে মানুষ রুপে।
আমি কে
কি আমার পরিচয়
আমি কেমন দেখতে
আমি কতটা স্মার্ট এসব কিছুই লাগবে না।
আমি শুধুমাত্র একজন পরিপূর্ণ মানুষ হতে চাই।
✅ এই গল্প কি আমার মনের মাঝে দাগ কেটেছে?
হ্যাঁ এই গল্প আমায় সফলতার সংজ্ঞা কে আবারো মনে করাতে সাহায্য করেছে।
একই সাথে মনোবল টা কে আরো সুদৃঢ় করতে সাহায্য করেছে।
✅ লম্বা সময় ধরে লেগে থাকলে সাফল্য আসবে এটা তো আমি মনে প্রানে বিশ্বাস করি বলেই ৬ টা বছর লেগে আছি এই স্বপ্ন কে নিয়েই।
✅ আমার কাছে সামারি-
Alex দেখিয়ে দিয়েছেন স্বপ্নের চেয়ে বড় আর কিছু হতে পারে না।
স্বপ্ন টা কে এমন ভাবে দেখতে হবে যেন সেটির স্থান হয় সব কিছুর উপরে।
যেকোন অবস্থাতেই যেন নিজের অবস্থানের পরিবর্তন না ঘটে স্বপ্ন থেকে এবং ছুটতে হবে স্বপ্নের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *