হতাশা আমায় গ্রাস করতে পারে না।
২০১৫ সালে ICT CARE এর যাত্রা শুরু করেছিলাম।
যশোরে তখন ই-কমার্স আর এই আইটিতে কাজ করা ও শেখানো মানুষ ছিলো হাতে গোনা।
এর পরে আমার টুকটাক সাফল্য দেখে অনেকে কোটিপতি লোকজন এসে সেইম ব্যাবসা শুরু করে দেয়।
আমার উপরে ভরসা রাখতে না পেরে আমার টিম থেকে অনেকেই হারিয়ে যায় আবার অনেকেই থেকে যায়।
২ বছরের ব্যাবধানে যখন আইটি প্রতিষ্ঠান হয়ে গেলো ২০+ তখন তো আমার ছাত্র ছাত্রীরা ও
বলতে শুরু করেছিলো স্যার টাকার সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে পারবেন না।
আমার পরিবারের সবার মাঝে হতাশা এসে বাসা বাঁধে
একমাত্র আমি ছাড়া আর কেউ ই চাই নি আমি এই স্বপ্ন কে টিকিয়ে রাখি।
কিন্তু আমি স্বপ্ন বাজ মানুষ তাই ভেবেছিলাম যা কিছু হয়ে যাক আমি শেষ দেখবো।
এখন আলহামদুলিল্লাহ আমি এই তল্লাটে একাই আছি
বাকীরা করোনার সময়ে বন্ধ করেছে ব্যাবসা।
কারন আমি তো ছাত্র ছাত্রীদের ট্রেনিং নিয়েই পড়ে থাকি নাই আমার রয়েল আর্নিং এর জন্য ব্লগ আর ইউটিউব চ্যানেল তো ছিলোই একই সাথে ফ্রীল্যান্সিং টা ও ছিলো।
আর ডি এস বি?
হতাশা আর ডিপ্রেশন কি জিনিস?
এসব তো মনে আনার ও সুযোগ দেয় না।
তাই হতাশা আমায় আকড়ে ধরে না, আপনি একবার শুধু ভাবুন যে ১০ দিন ৫/৬ ঘন্টা করে নষ্ট করবেন এবং এই পোষ্ট গুলি পড়ে কমেন্ট ও পোষ্ট করবেন।
তারপরে হতাশা কি জিনিস বেমালুম ভুলে যাবেন।