“ভালো করা খারাপ করা”
আচ্ছা ভালো করা মানে কি?
আপনি একটা বিষয়ে ভালো করছেন তাই তো?
অথবা কেউ আপনার ভালো করছে?
ব্যাপার গুলি হয়তো এমন ই
আমি ও হয়তো এমন ই ভাবি কিন্তু আমি আবার একটু একধাপ এগিয়ে আমার পরম সমালোচক কে ও ভালোবাসি কিন্তু কেন?
দেখুন আদতে আমার আপনার ভালো কিন্তু ঐ মানুষ গুলিই বেশি করে কারন ওনারা আমার আপনার কাজের সমালোচনা করেন বলেই ামি কিংবা আপনি নিজেদের কে আরো বেশি করে ফোকাস করতে পারি।
তাহলে খারাপ কারা করে?
ওমা সেই মিষ্ট ভাষী যারা , যারা আপনার ভুল কে ধরিয়ে দেয় না। যারা আপনার সকল কিছুতেই প্রশংসা করে কিন্তু দরকার ছিলো গঠনমুলক আলোচনার।
তাই আমার কাছে কিন্তু এই লেখা থেকে শুরু করে গ্রুপে একটিভ থাকা নিয়ে আমাকে নিয়ে যে যায় বলুক কিংবা ভাবুক আমার কিছু আসে যায় না।
যে যার কাজ করবে এটাই নিয়ম হওয়া উচিত অন্তত নিজের কাছে।