“ঠিক যখন ভুল, আর ভুল যখন ঠিক”
এই কথা টি সব চেয়ে বেশি বোধহয় বেশি মানান সই হয় অফিস পলিটিক্সে।
কেননা অফিস পলিটিক্সে একটা কথা রয়েছে যে বস কিন্তু সর্বদা সঠিক।
আমি ও এটা মানি যে Boos is always Right
আর এটা মানি বলেই নিজেকে বস মানি না কিংবা বসের চেয়ারে দেখতে ও চাই না চাই একজন লিডার হতে।
এইখানেই কিন্তু ভুল যখন সঠিক এবং সঠিক যখন ভুল এর ব্যাখ্যা এসে গেছে।
আসুন একটু ভেঙে বলি-
আমরা সবাই বস হতে চাই কিন্তু একজন লিডার হতে চাই না কারন কি?
বস রা কাজের অর্ডার করেন কিন্তু কিভাবে করবেন সেটা দেখাবে না তাই কষ্ট কম আর একজন লিডার কি করেন?
আগে নিজে কাজ টি করেন আর পরে সেটি কিভাবে করতে হবে সেটা বলে দেন।
Razib Ahmed
স্যার যদি নিজে ১ই রাইটিং স্কিল পোষ্ট না করে আমাদের কে করতে বলতেন তাহলে কেমন হতো বলেন তো?
হা হা হা কি ভুলেই না বসবাস করি আমরা।
স্যার এই পোষ্টের মাঝে টেক্সট বুক এর বাইরের বই না পড়তে চাওয়া কে আরো একটা ভুল বলেছেন যার সাথে আমি অ একমত আমি নিজেই তো মাসুদ রানা, ফেলুদা আর উপন্যাস মিলিয়ে অন্তত ৪৫০-৫০০ বই আর বাংলা, ইংরেজী, কোরিয়ান, হিন্দি, তামিল মিলিয়ে মনে হয় ১০০০+ সিনেমা ও দেখেছি।
এই দেখা গুলি থেকে আমি এমন কিছু শিখেছি যা আমাকে ভুল কে ভুল আর সঠিক কে সঠিক বলতে ও ভাবতে শিখিয়েছে।