স্যার ২৭ তম দিনে ৪৯ তম পোষ্ট টি করেছিলেন আর যারা নিয়মিত তাদের কে নিজ উদ্যোগে ডেকে অনুভুতি জানতে চাইছিলেন।
আমি ছিলাম না ঐ সময়ে আর তাই সেই সুযোগ টা পাওয়া হয় নাই আমার।
সফলতা অর্জনে যেটুকু ধৈর্য প্রয়োজন সেটুকুই আমাদের নেই।
আর সেটা নেই বলেই আমরা সফল হতে পারি না
এই বিষয়ে ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্যার বলেন-
“অধ্যবসায় ও নিয়মিত অনুশীলন ব্যতীত শিক্ষাজীবনে সুফল লাভ করা যায় না।”
আর স্যার আমাদের কে ও নিয়মিত হবার গুরুত্ব টাই বোঝাতে চেয়েছেন বলেই এই আয়োজন।
চেষ্টা, অধ্যাবসায়, ধৈর্য ও নিয়ত ঠিক থাকলে সব ই সম্ভব হবে।