১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট -৫০

২৭ ঘন্টায় ৫০ পূর্ন হলো, অনেকটা টেষ্ট ম্যাচে ব্যাটিং করার মত ব্যাপার।
কিন্তু আমার কাছে খারাপ লাগে নাই।
লম্বা সময় ব্যাটিং করার স্বভাব আমার আছে।
টিমে আমি এই নামেই পরিচিত ছিলাম যে ম্যাচ উইনার এবং ধৈর্য নিয়ে খেলতাম।
স্যার নিজের ৫০ তম পোষ্ট কে দারুন ব্যাপার বলেই আখ্যায়িত করেছেন।
আমার জন্য ডি এস বি তে এটা হয়তো ৩০০ এর পরে কোন নাম্বার কিন্তু এই ৫০ এর অনুভূতি আমার কাছে একটু আলাদা।
এই ৫০ এ আসতে গিয়ে আমাকে বেশ কিছু ত্যাগ করতে হয়েছে কারন সব মিলিয়ে কাজের চাপ আলহামদুলিলাহ।
অনেকের ম্যাসেজের উত্তর এবং নিজের কাজ কে বন্ধ করে রেখেছি কারন আমি ভেবেছি বছরের শুরুতেই আমাকে চেঞ্জ টা আনতে হবে নয়তো হবে না হয়তো।
তাই এই ৫০ টা আমার কাচেহ অনেক অর্থ বহুল ঠিক যেমন আমি ইন্টার স্কুলে ১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক প্রান্তে দাঁড়িয়ে থেকে ৮ উইকেটে ৪২ থেকে নিজে ৮৯ নটাআউট থেকে ম্যাচ জেতানর আনন্দের মত।
শেষ ওভারের আগের ওভারে ৪ তা ছক্কা মেরেছিলাম আর শেষ বলে একতা সিঙ্গেল নিয়েছিলাম যেন শেষ ওভারে নিজে স্ট্রাইক পাই।
প্রথম বলেই ৬ মেরে জিতিয়েছিলাম ম্যাচ ভেবেছিলাম এই ফিলিংস টা আর আসবে না কিন্তু আজ আবার ফিরে এলো।
স্যার এর সাথে মুখ মিলিয়ে বলতে চাই-
আপনারা নিজেদের সাফল্যের জন্য কাজ করুন, চেষ্টা করুন।
একটু আনন্দ শেয়ার করি- ছবিতে সেই সময়ের আমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *