১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট -৫২

সম্ভব আর অসম্ভব
এই শব্দের সাথে প্রতিদিন পরিচয় ঘটে না এমন মানুষ পাওয়া কঠিন ব্যাপার।
আর এখানেই রয়েছে এই পোষ্টের মুল স্বার্থকতা
শাহরুখ খানের সাথে মাধুরী দীক্ষিতের প্রথম সিনেমা মুক্তির পরে শাহরুখ খান বলেছিলেন সিনেমা হবার আগ পর্যন্ত তিনি
শুধু ভেবেছিলেন একদিন অন্তত এক বেলার জন্য হলেও নাকি তিনি মাধুরীর দেখা পেতে চান।
এটা কেন?
কারন তখন তার কাছে এটা অসম্ভব ই মনে হয়েছিলো বাট পরের কাহিনি তো সব আমরা জানি যে তিনি বলিউডের কিং খান।
ঠিক তেমন ভাবে আমি ও গত পরশু রাত পর্যন্ত ভাবতে পারি নি যে মাই ১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট ২৪ ঘন্টার ব্যাবধানে এভাবে
লিখবো মএন হয়েছিলো আমার যে চাপ তাতে হয়তো হয়ে উঠবে না এক প্রকার অসম্ভব কিন্তু না আমি এখনো পর্যন্ত পেরেছি আমাকে
পারতে হবে কেননা এর সাথে জড়িত আছে আমার আরই একটা বড় স্বপ্ন।
সব কিছুকেই সামনে আনব ইনশাআল্লাহ শুধু পুরনের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *