১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট -০৫

ক্যামনে ক্যামনে এমনে এমনে
ক্যামনে জানি কইরা ফালাইছি ব্যাপার টা আমি স্বীকার করি না
বরং ঝড়ে বক পড়লেও ফকিরের কেরামতি বেড়ে যায়।
কিন্তু ১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট আপনার শব্দ চয়ন থেকে শুরু করে লেখার স্পিড আর পড়ার স্টাইল সব কিছুতে চেঞ্জ এনে দিবে
একই সাথে টার্গেট ফিক্সড করে শুরু করুন তাহলে অগ্রগতি টের পাবেন।
ছোট ছোট অর্জন গুলি খেয়াল করে নোট করুন দেখবেন উন্নতি আরো আসবে।
নিজের মাঝে ভালো লাগা কাজ করবে
ও হ্যাঁ একটা ভুল আমরা করে থাকি তা হলো যারা চাকুরজিবি তারা ভাবি ছুটির টাইম টা কখন আসবে।
এটা না চিন্তা করে যদি কাজ নিয়ে ভাবেন তাহলে দেখবেন মানসিক শান্তি আর নিজেত স্কিল দুইটায় বাড়বে সাথে সম্মান তো বোনাস হিসাবে আসবে
কাজে মনযোগী হউন দেখবেন বাকী সব ক্যামনে ক্যামনে এমনে এমনেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *