আমি এত দ্রুত পড়তে ও টাইপ করতে পারি যে ইনবক্সে বা ম্যসেঞ্জারে অনেক সময় যার সাথে চ্যাট করছি তার সন্দেহ হয় আমি আসলেই তার কথা ঠিক মত পড়ছি কিনা। কারন যে কোন ম্যাসেজ আমি ১ সেকেন্ডের মধ্যে পড়ে ফেলে ৫ সেকেন্ডের মধ্যে রিপ্লাই দিয়ে দেই। অথবা কেউ একটু বড় পোস্ট লিখেছে আমি এক মিনিটের মধ্যে পড়ে রিপ্লাই দিয়ে দেই।
উপরের অংশ টুকু ছিলো স্যার এর পোষ্টের প্রথম অংশ এই টুকু এখানে আমি লেখার দুইতা কারন আছে-
১। এই অংশের সাথে আমার অন্তত ৯০% মিল আছে আমার স্পিড আর রেসপন্স নিয়ে।
২। এই কথা টি দিয়েই স্যার মুলত বোঝাতে চেয়েছেন যে ইচ্ছাশক্তি আর অধ্যাবসায় থাকতে আস্তে আস্তে আপনার স্ট্রেনথ আসবে কাজে। সেটায় হবে আপুনার শক্তির জায়গা।
আমি কোন সময় জ্বোর জ্বোরে পড়তে পছন্দ করতাম না কিন্তু এজন্য আমায় অনেক কথা ই শুনতে হয়েছে কারন আমাদের সময়ে জ্বোরে জ্বরে পড়াকে ফোকাস করা হতো আমি এখনো এটা তুলে দেবার পক্ষ্যে নই সম্পুর্ন কারন একটা সার্টেন টাইম পর্যন্ত এটার দরকার আছে।
সব মিলিয়ে এই পোষ্ট থেকে প্রতিয়মান যে এক দিনেই বা রাতারাতি নিজের মাঝে স্কিল আসে না।