অর্জন বনাম স্বীকৃতি
২০১৪ সালের নভেম্বর মাসের ৮ তারিখে যেদিন জাতীয় প্রেসক্লাবে ই-ক্যাবের ইসি কমিটির পক্ষ থেকে ই-কমার্স অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ ই-ক্যাব এর যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা
Razib Ahmed
স্যার দিয়েছিলেন সেদিন থেকেই স্যার এর পিছনে মানুষ কথা বলা শুরু করেছে।
কেন জানেন?
কারন হলো স্যার এর অর্জন তো ওনারা ধরে রাখতে পারেন নাই তারা এজন্য সেটার স্বীকৃতিতে বাধা দিতে চেয়েছেন।
এই জায়গায় একটা ব্যাপার রয়েছে আর সেটা হলো আমি চাইলেই হয়তো নিজের স্বপ্ন কে গেইন করতে পারবো একই সাথে সেটাকে আমরা অর্জন ও বলি।
কিন্তু এটা স্বীকৃতি দেয়া না দেয়ার মত কিছু চক্র ও থাকবে।
কিন্তু নিদারুন সত্য টা হলো কে কি বললো সেটা ভেবে লাভ নাই।
কি পেলাম, আমরা যোগ্য মূল্যায়ন পেলামনা এতো কিছু না ভেবে যেখানে যা করা দরকার তা করে যাবো। আমাদের অর্জন ই একদিন আমাদের স্বীকৃতি দেবে। ভালো কাজই আমাদের সম্মান বা মূল্যায়ন করবে।