৪০০ শব্দ কেন?
১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট এর এক মাস পুর্ত্যির দিনে স্যার ব্যাখ্যা করেছিলেন বিস্তর ভাবে যে কেন ৪০০ শব্দ।
যদি ও স্যার এর প্রথম দিকের পোষতেই উল্লেখ করা রয়েছে।
১০ মিনিট রাইটিং প্র্যাকটিস নিয়ে যে পোস্ট গুলো স্যার দিতেন সেগুলো প্রায় ৪০০ শব্দের মত।
৪০০ শব্দ কেন?
বাংলা বইয়ের একটি পৃষ্ঠাতে ৩০০ শব্দের মত থাকে। তার মানে ৪০০ শব্দ মানে ১ পৃষ্ঠার একটু বেশি কন্টেন্ট।
প্রথম থেকে স্যার বলেছেন ২ মিনিটের বেশি লাগা উচিৎ না।
প্রথম দিকে অনেকের ই একটু বেশি সময় লাগতো- কারো কারো ৫ মিনিট লাগতো।
কিন্তু যারা নিয়মিত তাদের ২ মিনিটের বেশি সময় লাগে না। অনেকের ১ মিনিটের মত লাগে। এর মানে হল আপনি
এখন মোটামুটি যে কোন বাংলা বইয়ের একটি পৃষ্ঠা ১-২ মিনিটের মধ্যে পড়তে পারেন। ঘণ্টায় ২০-৪০ পেইজ এবং সারা দিন ১০ ঘণ্টা ধরে পড়লে ২০০-৪০০ পৃষ্ঠা।
এই ম্যাজিক টা কিন্তু শুধু পড়ায় না আপনাকে লিখতে ও শেখাবে।
বাড়িয়ে দিবে লেখার স্পিড ও।
৪০০ শব্দের মাঝেই যে এত লাভ সেটা যাদের বলে বোঝাতে হবে তাদের কে বাদ দিয়ে এগিয়ে যেতে হবে নিয়মিত যারা তাদের কে নিয়ে।