স্বপ্ন বনাম দুঃস্বপ্ন
এইখানে একটা ভালো গল্প আছে আমার
২০১৪ তে প্রথম আমি মালয়েশিয়া জবের অফার পায় যা আমার পূর্বের স্বপ্ন ছিলো ওই সময়েই বেশ কিছু জায়গায় এপ্লাই করেছিলাম কিন্তু আলোর মুখ না দেখার কারনে আমি দেশে থেকেই সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নতুন স্বপ্ন দেখতে শুরু করেছিলাম তত দিনে।
তাই প্রথম অফার পাবার পরে রাজী আর হতে পারি নি।
ভেবেছিলাম এর চেয়ে বেটার কিছু এলে হয়তো আবার ভাবা যাবে।
২০১৭ তে আবার একটা এপ্লাই করি ইউরোপে যার কারন আপনারা আমার আগের পোষ্টে জেনেছিলেন যে ব্যাবসা প্রায় বন্ধ করার চিন্তা করেছিলাম আমি সেটার জন্য এই এপ্লাই করা টা।
কিন্তু ২০১৮ তে আবার আমার ব্যাবসা নিয়েই আমি মত্ত ছিলাম এমন সময় ইউরোপের জবের অফার টা এলো।
৪ বছরের কন্টাক বাংলাদেশী টাকায় ৪.৫ কোটি টাকার মত।
থাকা খাওয়া সব ই কোম্পানির কিন্তু আমি সবাই কে রাজী করিয়ে ফেলেও যেতে আপ্রি নি আমার স্বপ্ন আর সন্তানের কাচেহ হার মেনে।
কারন আমার মনে হলো আমি টাকা তো উপার্জন করতে আপ্রব কিন্তু আমার স্বপ্ন হলো নাম অর্জন করা সেটা তো আর আমি পাবো না।
তাহলে টাকা দিয়ে কি করবো?
অএঙ্কেই আমাকে বোকা ভাববেন অনেকে বলেন ও বোকা যারা জানেন কিন্তু আমি এমন ই।
আমার কাছে ICT CARE & DPB ই আমার স্বপ্ন আর বাকী সব অফার যেন দুঃস্বপ্ন।
স্বপ্ন পূরণে কাজ করতে পারা অনেক আনন্দের এটা স্যার ও বলেন আর আমি ও মানি।
আমি আমার স্বপ্ন পুরনে কাজ করতে চাই।