১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট -৬২

নিজেরে করো জয়
এই পোষ্ট টি পড়তে আমার ১ মিনিতের চেয়ে কম সময় লেগেছে আর এখন তার ই আলোকে লিখছি আমি।
এই পোষ্টে স্যার মুলত কিছু সুবিধা নিয়ে আলোচনা করেছেন যা আপনারা বিনা পয়সায় পাচ্ছেন
যেমন-
✅ বাংলা টাইপিং এ উন্নতি হচ্ছে
✅ বাংলা পড়তে ও লিখতে সময় কম লাগছে
✅ বাংলা লিখতে যেয়ে ভুলে যাচ্ছেন বাজে অভ্যাসের বাংলিশ লেখা
✅ এখন কিন্তু এই লেখার সময় ভুল হচ্ছে কম
✅ যুক্ত বর্ন আর শব্দ লিখতে ভুল হচ্ছে কম
✅ স্কিল বাড়ছে আপনার নিজের
আচ্ছা বলেন তো এত এত উপকার পেলেন কিভাবে?
সঠিক ধরেন ১০ মিনিট রাইটিং স্কিলের পোষ্টে।
তাহলে আর দেরি কেন?
লেগে পড়ুন কাজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *