৪৪২ শব্দের স্যার এর পোষ্ট পড়তে সময় লেগেছে ১ মিনিটের কম আর সেই আলোকে লিখবো বিস্তারিত।
স্যার যখন সার্চ ইংলিশ দিয়ে যাত্রা শুরু করেন তখন স্যার এর লক্ষ্য ছিলো সকলের ইংরেজি ভীতি টা দূর করতে।
যেন সবাই খুব ছোট ছোট করে হলেও অন্তত ইংরেজি টা চর্চা করতে পারে।
এখন ব্যাপার টা কিন্তু শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়, এশিয়ার অনেক দেশেই এখন ইংরেজি চর্চা হয় সার্চ ইংলিশ এর মাধ্যমে।
এর পরে স্যার টার্গেট করেছিলেন ১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট এর মাধ্যমে
সারা বিশ্বের যেকোন প্রান্তে ছড়িয়ে থাকা সকল বাংলাদেশিরা যেন বাংলা চর্চা টা শুরু করে।
প্রথমে অন্তত পড়ার মাধ্যমে এবং আস্তে আস্তে একত্রে লেখার অভ্যাস তৈরি করার মাধ্যমে।
আর এই চ্যালেঞ্জ এর ফল ও আপনাদের জানা।
সুতরাং আবারো প্রমানিত যে আপনি চাইলেই নিজেকে চ্যালেঞ্জ করতে পারেন এবং ছুটে চলুন লক্ষ্যের পিছনে।