আগামীকালের সাফল্যের জন্য আজকের সুখ কে বিসর্জন দেয়া।
এই ব্যাপার টাতে ফোকাস করা হয়ে ওঠে না অনেকের।
কেমন?
ধরুন এই শীতের সময়ে আপনার এক্সাম চলছে আর আপনি মেসে থাকেন কিংবা বাড়িতে।
শীতের রাতে আপনাকে যখন লেপ বা কম্বল খুব করে আকর্ষন করে ডাকছে আর আপনাকে সেই ডাক উপেক্ষা করে পড়তে হচ্ছে তখন আপনার মন আপনাকে বার বার মনে করিয়ে দিবে যে আপনার লেপে বা কম্বলে যাওয়া উচিত।
আপনি ঐ চরম সুখ কে বিসর্জন দিচ্ছেন।
কিন্তু এই আপনি যখন লেপ বা কোম্বলে শুয়ে মুভি দেখবেন তখন কিন্তু আপনার ঐ মন একবার ও মনে করাচ্ছে না ষ্টেশনে কেউ হয়তো এই শীতে কম্বল বিহীন রাত কাটাচ্ছে।
একজন রিক্সা ওয়ালা শীত উপেক্ষা করে রাস্তায় রিক্সা চালাচ্ছেন একটু দুইবেলা ঠিক করে খাবার পাবার আশায়।
আমার মত ক্রিকেট প্রেমী ছেলেটাকে ২০০৭ সালের ক্রিকেট ওয়ার্ল্ডকাপের ১৭ ই মার্চ এর বাংলাদেশ বনাম ভারতের ক্রিকেট ম্যাচ কে বিসর্জন দিতে হয়েছিলো কারন আমার ১৮ ই মার্চ ম্যাথ পরীক্ষা ছিলো।
ভাবুন তো আগামীর সাফল্যের জন্য যদি আমরা আজকের ছোট ছোট সুখ কে বিসর্জন দিতে না পারি তাহলে তো সাফল্য ধরা দিবে না।
একটা নির্মম সত্য আছে তা হলো-
কিছু পেতে হলে কিছু দিতে হয়।