যে এগিয়ে যায় না সে পিছিয়ে যায়
এই প্রমান নিয়ে কাউকে বোধহয় আলাদা করে বলা লাগে নাই।
আমরা সকলেই বুঝি তবে সব ক্ষেত্রে হয়তো না কিন্তু নিদারুন কষ্ট হলেও সত্য এটাই যে আমাদের কে মেনে নিতেই হবে এই বাক্য টি।
৫ লক্ষের কাছাকাছি পরিবারে অনেকে মেম্বারের চেয়ে আমার পোষ্টের সংখ্যা বেশি (৩৫০ এর কাছাকাছি) কিন্তু
ধরুন
Abida Khan Shompa
আপুর চেয়ে ডি এস বি তে আমি পিছিয়ে আছি।
কোথায় জানেন?
১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট গুলিতে।
উনি আমার অনেক আগেই এটা শেষ করেছেন আমি কিন্তু ওনার এই ৩৪,৩৫ করে করে পোষ্ট গুলি দেখেছি সেই জুলাই ১৫ থেকে একটু একটু করে।
আমি শুরু করি নাই কিন্তু উনি করেছেন আর তাই ওনার চেয়ে আমার স্পিড বেশি হওয়া স্বত্বেও উনি ই কিন্তু এখানে আমার চেয়ে এগিয়ে।
তবে হ্যাঁ কাল থেকে অনেকেই জিজ্ঞাস করেছেন আমি কেন এত দেরিতে শুরু করেছি?
ইনশাআল্লাহ ১২২ নাম্বার শেষ করে সব লিখবো।
মুল ব্যাপার তো বুঝেছেন?
যে এগিয়ে যায় না সে পিছিয়ে যায়।