একটু ফ্যাশব্যাকে যায়
আমার ICT CARE কে নিয়ে কাজ শুরু ২০১৫ তে।
এক বছর যাবার পরে ভাবলাম আমি তো গতানুগতিক হয়ে যাচ্ছি তাই একটা ইউটিউব চ্যানেল খুললাম ২০১৬ এর আগষ্টে।
তখনো আমার ভিডিও এডিটিং করা, ভিডিও তৈরি করা, কনসেপ্ট ডেভলপমেন্ট সহ সব মিলিয়ে কাজ গুলি কঠিন ছিলো।
এখন মার মত এমন টিম ও ছিলো না।
আমার বয়স আর অপরিপক্কতা তো ছিলোই।
আমার ছাত্র আমায় ইন্সপায়ার করেছে অনেক সাহায্য ও করেছে
ওদের চাওয়া ছিলো আমার ক্লাস করে ওরা যে মজা টা পায় সেটা সারা দেশের মানুষ পাক।
আমি শুরুতে সপ্তাহে ২/৩ টা ভিডিও দেবার টার্গেট করেছিলাম আস্তে আস্তে সেটাই এখন ৩০০ ভিডিও এর একটা চ্যানেল যেখানে আছে আইটি বেজড প্রায় সকল বিষয় ভিত্তিক ভিডিও।
আবার গত বছর জুন/জুলাই তে টার্গেট নিলাম আমার সৃষ্টিকে সকলের সামনে রাখার জন্যবেকটা ব্লগ সাইট বানাবো যেখানে গেলেই সব লেখা গুলি পাবে সবাই।
সেই লক্ষ্য নিয়ে ict creation এর নামে ব্লগ বানালাম সেখানে দিনে ১/২ টা লেখা দিতে দিতে এলহন কিন্তু ৩৫০ এর মত ব্লগ আছে।
ঐ যে স্যার এর মত শর্টকাট এ চিন্তা করেছিলাম যা এখন আমার শিউরকাট।
আচ্ছা এমন ভাবে যদি চেঞ্জ টা হয়ে যায় তাহলে ক্ষতি আছে কি?