কাল যখন আমি আমার পোষ্ট টি লিখেছিলাম ডি এস বি তে তখন আনি বাইকের পিছনে।
নিয়ম ধরে রাখতে আর পাঠক দের অপেক্ষা কে না কমানোর জন্য ই মুলত বাইক নিজে চালানো বাদ দিয়ে ঐ সময়ে পোষ্ট করা।
আগে থেকেই নিজের সিডিউল বানিয়ে রাখার সুফল ও বলা যায়
কেননা যেদিন আমার খুব ব্যাস্ত সিডিউল থাকে যেদিন ও আমি ভাবতে থাকি কিভাবে লিখবো আর কখন লিখবো?
এইজন্য ই বোধহহ সবচেয়ে সঠিক শব্দ টা হতে পারে আসা যাওয়া পথের ধারে।
যারা অনলাইন জগতের সাথে রিলেটেড তাদের কাছে এক একটা রিয়াকশন ও কমেন্টের গুরুত্ব অনেক আর এটাই হয়তো অনুপ্রেরণা দেয়।
কেননা আপনি বুঝতে পারেন যে আপনার পরিচিতি বাড়ছে।
তাই আসা যাওয়া পথের ধারেও চলুক আপনার কার্যক্রম।