১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট করার ফলে আমার গতি ও আগ্রহ কেমন বেড়েছে?
বাংলা টাইপিং আর এর গতি নিয়ে নিজের মাঝে কোন দ্বিধা কাজ করতো না কখনোই।
সর্বিদা কম্ফোর্ট ফিল করতাম আর এখনো করি তবে এই দুই দিনে ভুল কম হয়েছে।
স্যার এর ও প্রথম দিকের পোষ্ট্র বানান ভুল দেখে মনে মনে হেসে নিলাম যে আমি বোধহয় একই দলের লোক
তবে অনেক শুভাকাঙ্ক্ষী ম্যাসেজ করে বানান ঠিক করতে বলেছেন।
এজন্য কৃতজ্ঞতা
স্পিড আগে যা ছিলো তার চেয়ে একটু হলেও বেড়েছে।
কাল যেমন সকাল ৭ঃ১৫ থেকে রাত ১ টা পর্যন্ত (মাঝে ৮ ঘন্টা কলেজ আর পারিবারিক কাজের জন্য বাদ ছিলো) এই সময়ের মধ্যে ৩৮ টা পোষ্ট ছিলো।
আর আজ তো এখন ৩৯ নাম্বার চলছে মাঝে ১ নামাজ আর ঘুমের টাইম গুলি বাদ দিয়েছি।