নিজের ভাষায় নিজের শব্দে লিখতে পারার লাভ কি?
ভালো করে কথা বলা, আর সুন্দরভাবে লিখতে পারা—এই দুটো জিনিস সারা জীবনই কাজে লাগে।
‘কাকের কঠোর রব বিষ লাগে কানে। কোকিল অখিল–প্রিয় সুমধুর গানে।’ কোকিল সুন্দর করে গান গায় বলেই তার এত সুনাম।
সুন্দরভাবে বলা আর সুন্দরভাবে লেখা, তা দিয়ে কিন্তু জগৎ জয় করা যায়। লেখার কাজ কেবল লেখক করবেন, তা নয়, সারা জীবনেই আমাদের অনেককে লিখতে হবে।
ভালো লেখার জন্য দুটো জিনিস লাগবে।
এই কাজ গুলি কিন্তু আমরা এই সিরিজের মাধ্যমে লেখা শুরু করেছি
ভালো লেখার জন্য আমাদের প্রচুর বই পড়তে হবে। রোজ বই পড়তে হবে। শুধু পড়ার বই নয়, বাইরের বই। সব ধরনের বই।
গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, জীবনী, আলোচনা, সমাজবিজ্ঞান, দর্শন, ইতিহাস—সব।
কিন্তু কি মজার ব্যাপার দেখুন আপনি এই ডি এস বি তেই পাবেন সব।
তাই আলাদা কোথাও যেতে হচ্ছে না।
আর সেই আলোকে আমাদের লিখতে হবে। বাংলাদেশের লেখাপড়ার সিস্টেম বা ব্যবস্থায় একটা ত্রুটি আছে।
আমরা ‘রচনা’ মুখস্থ করাই।
উন্নত দেশগুলোতে ছোটবেলা থেকেই ফ্রি রাইটিং করতে দেওয়া হয়। বলা হয়, ছুটির দিনে কী করেছ, লিখে ফেলো।
আমি একজন ফাঁকিবাজ যে জীবনে কোন সারাংশ-সারমর্ম, ভাব সম্প্রসারণ কিংবা রচনা মুখস্থ করে নাই।
তাই আমার জন্য ফ্রী হ্যান্ড রাইটিং।