কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে !
মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে।
রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি আমাদের অনেকের প্রিয় কারন অনেকের মনের কথা এটি।
মনে মনে আমরা ঘুরে বেড়াই সারা পৃথিবীতে, মনে যা চায় তাই কল্পনা করি মনে মনে।
এই লাইন গুলি স্যার এর কিন্তু আমার কথার সাথেও মিলে যায় বলেই তুলে দিলাম হুবহু।
আর দিলাম যে তাতে কার কি?
কারন আমার রাজ্যের রাজা কিন্তু আমি।
আজীবন নিজে কিছু করতে চেয়েছি, কিন্তু কেন?
কারন ঐ যে নিজের রাজ্যের রাজা হবো অন্যের রাজ্যের রাজা হয়ে লাভ কি?
কারন অন্যের রাজ্যে রাজা তো হওয়া ই যায় না বাস্তবে যা হয় তা হলো রাজার পদ নিয়ে কাঠের পুতুল বানিয়ে রাখা।
আমি কিন্তু রাজ্যের রাজা হয়েই থাকতে চাই এজন্য ই তো রাত ও জাগি নিজেকে যেভাবেই হোক বোঝায় যে আমায় পারতে হবে যেকোন উপায়ে।
আচ্ছা কেমন যেন পাগল পাগল লাগছে তাই না?
একে তো ফেসবুক তার উপরে আবার একটা মানূষের খপ্পড়ে পড়ে পোষ্ট লেখা নিয়ে নিয়ে চ্যালেঞ্জে নামা সেটাও আবার সেই মানূষের ইছা মত সাবজেক্টে।
অথচ সেই সৌভিক ভাই কিনা নিজের রাজ্যের রাজা হতে চাইছে।
কেমন যেন মিথ্যা মিথ্যা কথা তাই না?
যাদের মনে হচ্চেহ মিথ্যা তারা লিখে রাখুন আমি আমার রাজ্যের রাজা ই হবো পাক্কা।