১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট – ৮৪

 
A dream doesn’t become reality through magic; it takes sweat, determination, and hard work.
Colin Powell
স্বপ্ন দেখতে পয়সা লাগে না, বাস্তবায়ন করতে লাগে ঘাম, দৃঢ় প্রতিজ্ঞ মনোবল আর পরিশ্রম
কথা গুলি আমার হওয়া উচিত ছিলো কিন্তু এই মহাশয় তো আগেই বলে ফেলেছেন তাই কি আর করা আমি ওনাদের কথার আলোকে লিখি।
হা হা হা
সৌভিক ভাই কি পাগল হয়ে গেলো নাকি?
গেলো ই তো
না হলে কি আর প্রথমে চিন্তা করে নিলাম যে আমি দিনে একটা করে ১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট করবো অথচ আমি কিনা ৪১ ঘন্টার মাঝে ৮৪ তে এসে গেলাম।
আরে সৌভিক ভাই আপনি এত দ্রুত না লিখলে অনেক লাইক কমেন্ট হতো কিন্তু এত লিখছেন যে আমরা কমেন্ট করে পারছি না।
আপনি ত ইউনিক লিখছেন পড়তো সবাই।
ভাই আমি বোকা মানূষ, আমার কাছে চ্যালেঞ্জ আর আমার নিজের সাথে জেতা বড় কিছু।
তাই আমি লাইক কমেন্ট আর রিয়াক্ট নিয়ে ভাবি নি।
শুধু ভেবেছি এটা আমার চ্যালেঞ্জ আর আমি নিজেকে প্রতিষ্টিত করতে এটা করতে প্রস্তুত।
২০২১ এর এটাই চ্যালেঞ্জ যে শনিবার, ১ তারিখ, ৫ কিঙ্গা ১০ তারিখ বলে কিছু নেই
আজ মানে এক্ষুনি এটাই হলো মন্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *