“কানামাছি ভো ভো
যারে পাবি তারে ছো”
স্যার এই পোষ্ট টা করেছিলেন এই টা ভেবে যে
নিজের ভাষায় বা নিজের শব্দে লেখার ধান্দা নিয়ে।
এর সাথে ছোটবেলার কানামাছির খেলার সম্পর্ক কি?
নিজের শব্দে কিছু নিয়ে লেখার মূল ব্যপার হল আমরা স্যার এর এই পোস্ট টি পড়বো এবং তারপর আমরা এ নিয়ে লিখবো নিজের মত শব্দ দিয়ে।
এখন যা করতে হবে তা হল ছোটবেলার কানামাছি গল্পের মত একবার বা ১০ বার এই পোস্ট পড়বো। তারপর আর এর দিকে তাকাবো না।
ঠিক আছে স্যার তাকালাম না।
আমার লেখার টেকনিক আলাদা কেন?
আমি আসলে সাধারন মানূষ রাস্তার পাশে বসি, রাস্তার একটা মুচি থেকে শুরু করে সবার সাথে আমার সমান ভাব।
আমার মন খারাপে ষ্টেশনে যায় হসপিটালে যায়।
আমি তো মনের চোখ টা কে দিয়ে ভালো দেখি কারন যেভাবে আমি ল্যাপটপ আর মোবাইলের দিকে তাকিয়ে থাকি ত্যাতে না জানি কি হয় এই চোখের।
শেষ পর্যন্ত আমি দেখতে চাই কি হবে আমার স্বপ্নের।
শুভেচ্ছা রইলো সকলের জন্য যারা সারা দিন আমার পোষ্ট পড়ছেন।