কেউ বোঝে কি না বোঝে হায়, আমি শুধু বুঝি
এই আঁধারে ভুল করে হায়, আলো মিছে খুঁজি
এই লাইন দিয়ে স্যার যা বুঝিয়েছেন তার সাথে অনেক মিল আছে আমার ও কিন্তু এটা লেখার সময় খারাপ লাগা কাজ করছে কারন টানা এক ঘন্টা ধরে পোষ্ট গুলি পেন্ডিং হয়ে আছে।
বলতে মন চাইছে বোঝে না সে বোঝে না।
আসলে এমন হলে অনুপ্রেনায় ধাক্কা তো আসেই, মনোযোগ ও নষ্ট হয় একই সাথে ধাক্কা খায় উদ্যোমে।
যায় হক এমন করে ধাক্কা খেয়েছি জীবনে অনেক বার।
কারন যখন টিম বানানোর দরকার মনে করলাম কাজের জন্য তখন টিম বানিয়েছিলাম কিন্তু তারা যখন ফাইনাল ইয়ারে উঠে প্রোলভনে পড়ে স্বার্থপরতা দেখিয়েছে আমি যেন দুমড়ে মুচড়ে গেছি বারংবার।
খারাপ লেগছে একাই নিজের সাথে কথা বলে স্মাওলাতে চেষ্টা করেছি।
পরিবার থেকে বলেছে এই ভুল আর না করতে কিন্তু বছর ঘুরে আবার একই কাজ করেছি।
কারন আমি ভেবেছি শিক্ষক হিসাবে পাশে দাঁড়ানো আমার দায়িত্ব আর ওদের মধ্যে নিতী ও ণৈতিকতা শেখাতে পারি নি এটা আমার ব্যার্থতা।
তাই তো স্যার এর বলা লাইন গুলি মনে ধরেছে।