নিশা লাগিল রে, নিশা লাগিল রে,
বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে।
বাংলা সাহিত্যের বড় দুর্ভাগ্য এই যে তা নিয়ে তেমন গবেষণা হয় নি। হাসন রাজার এই গানটির অর্থ কি তা আমি ইন্টারনেটে সার্চ করে পেলাম না।
নিশা মানে কি রাত নাকি নেশা তাও নিশ্চিত নয়। তাতে সমস্যা নেই। সাহিত্যের মজা হল আপনি মনের চোখ দিয়ে চিন্তা করতে পারেন।
জিও স্যার
আমি মুগ্ধ হয়ে পড়লাম এই লাইন গুলি।
ঠিক যেন আমার কাছে ও নেশা লেগে গেছে।
সত্যিটা হলো এই নেশা টা লেগেছে আমার আরো একটু সময় আগে নইলে কি আর টানা দিন ধরে লিখি?
এই লিখতে গিয়ে অভিজ্ঞতা ও দারুন।
বানান ভুল হয়েছে বেশ কিছু জায়গায় এমন কি একটা পোষ্টে নিজের নামের বানা ও ভুল করেছি।
আসলে নেশার ঘরে হয়তো ভুল করছি কিন্তু আমি সুফল টা পেতে চাই।