“যত দূরে দূরে দূরে যাবে বন্ধু
একই যন্ত্রণা পাবে,একই ব্যথা ডেকে যাবে”
যদিও এটি সুমনের গানের লাইন কিন্তু স্যার একে ব্যবহার করেছেন অন্য কিছু বুঝাতেই!! আমরা জীবনে কয়েকটি ধাপ পাড়ি দিয়ে অগ্রসর হই।
আমরা জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটাই সেই সময়ে যখন আমাদের পকেটে টাকা থাকে না কিন্তু থাকে সময় আবার এদিকে থাকে না স্বাধীনতার পরিপূর্নতা।
মানে যেই সময় ১৫ টাকার একটা টেপ টেনিস বল কিনতে ৩/৫ জন লাগতো আর একটা টেপ সহ কিনতে তো সংখ্যা টা ১০ এ গিয়ে ঠেকে।
তখন শুধু আমাদের মনে হতো যে আমরা কএব বড় হবো টাকা হবে আর কবে আপব স্বাধীনতা?
এই প্রশ্ন গুলির উউতর এখন আছে কিন্তু এখন সেই মানূষ গুলিকেই হারিয়ে ফেলেছি আমরা এক এক জায়গায়।
আর এরই মাঝে কেটে যায় ২৫-৩০ বছর জীবনের থেকে।
যখন বিষণ্ণতা এসে ঘিরে থাকে অনেক কে তাদের জন্য ই স্যার তৈরি করেছেন মুলত সার্চ ইংলিশ আর ডি এস বি।
কিন্তু এটা থেকে উপকৃত হবে সবাই বর্তমানে হচ্ছে ও।
নিজেকে ঠকানো কোন চালাকি না।যাদের দক্ষতার কমতি আছে তারা আনন্দ নিয়ে শিখুন। নিজেকে এক বছর সময় দিন।নিজের উন্নতি নিজেই দেখবেন।না হলে একই যন্ত্রণা থেকেই যাবে।