১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট – ৯২

 
চলেন ফেল করি
এই সৌভিক ভাই এর মাথা বোধহয় গেছে রাজীব স্যার এর সাথে সাথে।
হা হা হা
Failure is the Pillar of Success. মানে ব্যর্থতা হল সফলতার ভিত্তি।
এর মানে কি?
মানে হল কোন কাজে প্রথমবার ব্যর্থ হলে সমস্যা নাই, চেষ্টা করে গেলে পরেরবার সফল না হলেও আরো ভাল করার নিশ্চয়তা থাকে।
Failure is the Pillar of Success এই কথাটা কিন্তু আমার জন্য খেটেছে
কারন আমি যদি ডুয়েটে চান্স টা পেয়েই যেতাম তাহলে কিন্তু স্বপ্ন টা অন্য রকম হতে পারতো।
হয়তো, আবার হয়তো না।
কিন্তু আমি আমার রাজ্যে এখন খুশি তবে তার মাত্রা টা এখন ৯০ এর ঘরে ধুক ধুকানি চলছে।
হেরে যাওয়াটাই সাফল্যের মূলমন্ত্র! পরিশ্রম করলে সাফল্য মিলবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *