নিয়মিত আর অনিয়মিত
অমিত আর সীমিত
নিয়মিত যে কোন কাজ আমাদের ভালো,আরও ভালো এবং সবচেয়ে ভালো করতে সাহায্য করে।কিন্তু সে কাজ যদি করি কিন্তু নিয়মিত না করি তার ফল কিছু টা মন্দই হয়।এটাই স্বাভাবিক। আমরা নিজেরা বুঝি কিন্তু সমস্যা হলো তা মেনে চলি না। নিজেদের চালাক মনে করি বেশি যা একসময় চরম বোকামি বলেই মনে হয়।
অন্যদিকে যারা অনিয়মিত থাকে তাদের উন্নতি সীমিত বা অনেক কম হবে।
এটিই স্বাভাবিক এবং এমনটাই হবার কথা।
আর নিয়মিত এবং অনিয়মিত নিয়ে আমি ও অনেক গুলা কন্টেন্ট ও লিখেছি।
আমার কথা হলো আমি নিজে উপকার পাচ্ছি তাই আমি আছি।
ডি এস বি এর সাথে আমার সম্পর্ক উইন উইন
আমার দ্বারা ডি এস বি কন্টেন্ট পাই আর আমি পায় পরিচিতি।
আমার ভালো টা বুঝেই আমি আছি আপনি আপনার টা বুঝে নেন।