কারো কেউ নইকো আমি
কেউ আমার নয়
কোনো নাম নেইকো আমার
শোনো মহাশয় ||
এই কথা আমার বাড়ি ওয়ালী আমায় শোনায় আর বলে আমি আসলেই কারো কিছু না।
আজ ও বলবে কারন আমার তো আজ রাত অফিসেই কেটে যাবে।
মুলত গানটা শুনতে শ্রুতি মধুর হলেও কেমন যেন কষ্ট লুকিয়ে আছে। এটা খুব সত্যি যে,আমরা জগতে, সংসারে বিভিন্ন সম্পর্কের
সাথে জড়িয়ে থাকলেও প্রতিটি ব্যক্তি মানুষ আলাদা এবং শুধুই নিজের! আসলেও কেউ কারো না।
আর এই জন্য আপনাকে কেউ মনে রাখবে না কিন্তু মনে রাখবে আপনার কর্মের দ্বারা।
আর তাই তো আমি কর্মের দিকেই মনযোগী।
আমি চাই কিছু সৃষ্টি যা একান্তই আমার যার সুমিষ্ট ফল ভোগ করুক সকলেই।