একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা ভার্সন-২
বাপ্পা মজুমদারের এই গান নিয়ে একটা পোষ্ট করেছিলাম শুরুর দিকেই।
মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে,তখন মনে হয় জীবনটা অনেক সহজ ।
আর যখন বাস্তবতার মুখোমুখি দাড়ায়, তখন বোঝা যায় জীবন কতোটা কঠিন।
স্যার মুলত শুরু করেছিলেন নিদৃষ্ট কিছু কারনে আর পরবর্তীতে সেটা অনেক বেশি ব্যাপ্তি ছড়িয়েছে।
এভাবেই এগিয়ে গিয়েছে স্যার এর স্বপ্ন আর এই মাঝ রাতেও আমি জেগে জেগে বসাতবায়ন করতে চাইছিউ নিজের স্বপ্ন।
তাই তো আবারো বলি একটু যদি মন থেকে চেষ্টা করি তাহলেই তো চেঞ্জ এসে যাবে।