দেয়ালের লিখন পড়তে পারছেন কি?
যারা দার্শনিক তাদের চিন্তা শক্তির প্রখরতা অনেক বেশি। আজকের মধ্যে অবস্থান করেও অদূর
ভবিষ্যতে কি হবে, কি হতে পারে তা ভাবতে পারেন তারা।
জ্যোৎসনার আলো, সূর্যের তাপ, কেউ চাইলে ও এড়াতে পারবেনা। শিক্ষা ও একধরনের আলো
। এ আলো থেকে দূরে থাকলে জীবনে শুধু অন্ধকার ছাড়া
আর কিছুই মিলবেনা।শিক্ষার আলোয় আলোকিত হতে চাইলে সঠিক শিক্ষা নিতে হবে। তবেই জীবন হবে আলোকিত।
ইন্টারনেট আমাদের জন্য কতটা আশির্বাদ স্বরুপ তা একটু দেখলেই বুঝবো আমরা-
শুধু ঢাকাতেই ৫ লাখ সদস্য সার্চ ইংলিশ এ বিনামূল্যে ইংরেজি শিখছে ঢাকার বাইরে দশ লাখ।
তার মানে দেশের আনাচে কানাচে ছড়িয়ে গেছে এবং এ সংখ্যা দিন দিন বাড়বে বৈ কমবে না।
যারা নিয়মিত কিছু শিখবে তারা এগিয়ে যাবে,যারা অনিয়মিত তারা পিছিয়ে থাকবে এটি খুব স্বভাবিক কথা।
যদি কেও চান যদি চেষ্টা করেন তবে পড়তে পারবেন দেয়ালের লেখা।না চাইলে ভিন্ন কথা।