১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট – ১০০

 
ফাইনালি আমি এখন ১০০ তে এসে পৌছেছি।
শুরু করার পরে ৪৪ ঘন্টার মাথায় এসে আমি ১০০ তম পোষ্টে এসেছি।
এই পথে আসার জন্য আমি নিজেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা দিতে চাই যারা নিয়ম করে আমার পোষ্ট গুলি পড়ে কমেন্ট করেছেন।
সব গুলি পোষ্ট পড়েছেন তারাই মুলত আমার লেখার অনুপ্রেরনা।
আপনাদের ভালো লাগার কারনেই আমি বারবার নিজেকে নিয়ে নতুন ভাবে ভেবেছি।
এই পথ পাড়ি দেয়া টা সহজ ছিলো না মোটেও কারন আমি একটা পোষ্ট ও স্যার এর লেখার আলোকে স্যার এর গল্প থেকে নিয়ে লিখি নাই।
সব গুলি লেখার পিছনে থিম স্যার এর আর বাকী গল্প টা আমার নিজের।
সব গুলি পোষ্ট আমি আগে পড়েছি তারপরে লিখেছি এবং চেষ্টা করেছি ১০ মিনিট রাইটিং স্কিলের পোষ্টে একটা ইউনিক ফ্লেভার দিতে।
আমি জানি না সেটা পেরেছি কিনা কিন্তু তার জন্য আমার চেষ্টার কমতি ছিলো না।
এই লেখায় লাইক কমেন্ট নিয়ে কেউ ভাববেন না কারন এটা আপনার উন্নতির জন্য আপনার বোঝার উপরে পোষ্ট যা হয়তো সকলের তরে না কিন্তু যার উপকারে আসবে সে দেখবে, পড়বে।
আমি আমার চেষ্টা দিয়েই থাকতে চাই আপনাদের মনের কোনে।
সকলের জন্য শুভেচ্ছা রইলো আর অভিনন্দন আমার সাথে সাথে আপনাদের ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *