এখন এই LinkedIn প্রোফাইলের কিছু স্পেশাল ফিচারের কথা বলি
সাধারনত আমরা আমাদের সিভিতে আমাদের অনেক Skills এর কথাই উল্লেখ করি।ব্যাপারটা অনেকটা নিজের ঢোল নিজে পেটানোর মত। কিন্তু একজন চাকরিদাতা আপনার সেই Skills গুলো কখনো ভ্যারিফাই করতে পারে না।
কিন্তু LinkedIn এ আপনি আপনার Skills গুলো এড করার পর আপনার কানেক্টেড মানুষেরা আপনার সেই Skills গুলো Endorse করতে পারে। যেমন আমার LinkedIn প্রোফাইলে দেয়া আছে আমার Skills Graphic Design, Web Design, Programming, Data Analyst, PowerPoint Presentation ডেভলাপমেন্ট ইত্যাদি ইত্যাদি।
এখন এই Skills গুলো যে আমার আছে, তা যারা জানে, তারা সেগুলো Endorse করে দিবে। এই Endorse এর সংখ্যা যত বেশি হবে, আমার সেই Skills এর বিশ্বাসযোগ্যতা/গ্রহনযোগ্যতা তত বেশি হবে।
আমরা সিভিতে অনেকের recommendation ব্যবহার করি যার Authentication থাকে না। কিন্তু LinkedIn প্রোফাইলে আপনি ইতিপূর্বে যে প্রতিষ্ঠানে কাজ করেছেন বা পড়াশোনা করেছেন, তার উচ্চপদস্থ কোনো কর্মকর্তা আপনাকে সরাসরি রিকমেন্ড করতে পারেন যার ফলে এই রিকমেন্ডেশনের অথেনটিকেশন বেড়ে যায়।
ব্যপারটা অনেকটা আপনার ফেসবুক ওয়ালে আপনার অফিসের বস আপনার সম্পর্কে ভালো কিছু কথা লিখে যাওয়ার মত যা আপনার ওয়াল ভিজিটরদের নিকট আপনার গ্রহনযোগ্যতা বৃদ্ধি করবে। তবে এক্ষেত্রে আপনার LinkedIn এর মাধ্যমে তাকে আপনাকে রিকমেন্ড করার জন্য রিকোয়েস্ট করতে হবে।
এখন এত এত Endorse + Recommendation কি কাজে আসবে যদি চাকরিদাতা আপনার LinkedIn প্রোফাইল না দেখে? অনেক প্রতিষ্ঠানেই এখন এপ্লিকেন্টের LinkedIn প্রোফাইল চাওয়া হয় + আপনার সিভিতে আপনার LinkedIn প্রোফাইল লিংক থাকা স্মার্টনেসের পরিচায়ক যা অনেক চাকরিদাতাই চেক করে থাকে।
এছাড়া সরাসরি LinkedIn প্রোফাইল চাকরিদাতা নিজে খুঁজে বের করেই অনেককে ইন্টারভিউয়ের জন্য সিলেক্ট করে থাকে।
মোদ্দা কথা আপনার LinkedIn প্রোফাইল আপনার ব্র্যান্ড ডেভলাপমেন্টে সহায়তা করবে। তবে এই জন্য আপনাকে ফেসবুকের মত এখানেও নিয়মিত সময় দিতে হবে।
প্রতিনিয়ত পরিচিতদের LinkedIn এ খুঁজে বের করে এড করতে হবে + তাদের স্পেশালিটি গুলো এনডোর্স করতে হবে(যাতে তারাও আপনারটা করে), বিভিন্ন প্রতিষ্ঠানের প্রোফাইল নিয়মিত ভিজিট করে তাদের ব্যপারে জানতে হবে।
বিভিন্ন বড় পদে কর্মরত মানুষদের প্রোফাইল ভিজিট করে শিখতে হবে, কিভাবে তারা নিজেদের প্রেজেন্ট করে।
তবে যা কিছুই করতে হবে, তা আপনি আপনার প্রোফাইল তৈরী করে কিছুদিন ব্রাউজ করলেই বুঝতে পারবেন। তবে যাই করেন, যত বেশি সম্ভব LinkedIn এ ই বেশি সময় দেয়ার চেষ্টা করুন + একে এমন ভাবে সাজানোর চেষ্টা করুন, যাতে এটা আপনার ক্যারিয়ারে ভ্যালু এড করে।