Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
ব্লগ নিয়ে একটু জানি, একটা ধারনা না হয় তৈরি হোক। আমাদের প্রত্যেকের রয়েছে নিজস্ব চিন্তা, ভাবনা,মতামত,রয়েছে আলাদা আলাদা দৃষ্টি ভঙ্গী ।
আমরা চাই সেই অনুভূতি গুলি অন্যদের সাথে প্রকাশ করতে।
ইন্টারনেট হল নিজের অনুভূতি বা ভাবনা চিন্তা গুলো প্রকাশের অন্যতম একটা মাধ্যম ।
একটা উদাহারন দিয়ে বলি– বাস্তব জগতে হয়ত একটা প্রতিষ্ঠান বা একজন ব্যক্তি খুবই পরিচিত বা সন্মানিত।
কিন্তু বিশাল এই ভার্চুয়াল জগতে তাঁর কোন অস্তিস্ত নেই । ইন্টারনেট দুনিয়ার তার কোন বিচরণ নেই ।
তার পরিচিতি বা কাজকর্ম গুলো শুধু মাত্র একটি নির্দিষ্ট অঞ্চলের মাঝে সীমাবন্ধ। অথচ, পৃথিবীর ৫০ % এর বেশি মানুষ এখন এই ইন্টারনেট এর বিশাল জগতে বিচরণ করে।
তাদের রয়েছে নিজেদের আলাদা একটা জগত। নিজের মতামত বা চিন্তা ভাবনা , অনুভূতি বা টুকিটাকি লেখা
প্রকাশের জন্য রয়েছে নিজের একটা স্বাধীন প্লাটফরম।
এখন কথা হল কিভাবে নিজের আলাদা একটা জগত বা স্বাধীন প্লাটফরম তৈরি করবেন? ব্লগ সাইট কি? ব্লগ বা ওয়েবসাইট
এর সংজ্ঞা বিভিন্ন দৃষ্টিকোন থেকে ভিন্ন ভিন্ন । এর বিশালতার কোন সীমা পরিসীমা নেই ।
খুব ছোট ও ব্যক্তিগত পর্যায়ে ব্লগ ওয়েবসাইট হল নিজের একটা স্বাধীন প্লাটফরম যেখানে বিভিন্ন বিষয়ে আপনার চিন্তা- ভাবনা যা
আপনি শেয়ার করেন না কেন সব কিছু জমা থাকবে। এবং এটা সমস্ত পৃথিবীর কাছে উন্মুক্ত।
যে কেউ আপনাকে খুজে পাবে। আপনার লেখা ভাবনা চিন্তা যা আপনি প্রকাশ করেন না কেন সব নিমিষেই পাওয়া যাবে।
এবং পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যেকোনো দেশের লোক আপনার শেয়ার করা বিষয় গুলো পড়তে পারবে যা দ্বারা তারা
তাদের বিভিন্ন উপকারে লাগাতে পারবে। নিচে একটি ব্লগ সাইটের লিংক দেয়া হলো,
এই লিংক টি ভালো করে দেখুন এবং সেটি সম্পর্কে একটি রিপোর্ট তৈরি করুন।
রিপোর্ট টি ওভারভিউ টাইপের হবে। মানে ইন ডিটেইল রিপোর্ট নয় একেবারে।