১০ মিনিট স্কিল ডেভলপমেন্ট পোষ্ট – ০৩

বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গন্য হলাম সুবীর নন্দীর এই গান টি গুন গুন করে গেয়ে ওঠেন

৯০ দশক থেকে শুরু করে ইদানিং কালের অনেকেই। তো আমি কেন এই গান গাইলাম? রিজন তো আছেই চলুন দেখে আসি।

আমরা তো গ্রুপে এসেছিলাম সেল বাড়াতে কিন্তু সৌভিক ভাই/স্যার সবাই কে শুধুই পড়াচ্ছে। এই লোকের মাথা কি খারাপ নাকি?

পড়াশুনা না কি সেল❓ আপনার মূল উদ্দেশ্য যদি শেখা বা লেখাপড়া হয়ে থাকে তাহলে ডি পি বি গ্রুপে সময় দেন।

আমার কথা অনেকের ই মনে ধরবে না কারন কি জানেন? উপরের প্রশ্নের উত্তর সঠিক নাই বলেই এমন টা।

সেল এর জন্য আসলে অনেক গ্রুপ আছে। টাকা আমাদের সবার দরকার তবে পড়াশুনা টা দরকার সবার আগে।

পড়াশুনা করে স্কিল ডেভেলপ হলে টাকা আয় করা কঠিন কিছু নয়… আমি একটু সহজ ভাবে বলছি…

আপনার পেইজ এ বা গ্রুপে আপনি অনেক ভাবেই উপস্থাপন করতে পারেন আপনার পন্য….

আচ্ছা আমি একটু আপনাদের পন্য নিয়েই বলি যেমন ধরুন – পদ্ধতি :

১. Anumita’s Attire দিচ্ছে আপনাকে প্রতিটি শাড়িতে এত টাকা ডিসকাউন্ট। তাই ফুরিয়ে যাবার আগেই ইনবক্স করুন আমাদের কে অথবা কল করুন।

২. আচ্ছা তুমি কি আমার পছন্দকে ভুলে গেছো এখন? নাকি হারিয়ে ফেলেছো আমার চাহিদা গুলি?

আচ্ছা যদি তুমি হারিয়ে ফেলো তাহলে হয়তো আমার ব্যার্থতা যে আমি তোমায় আজো মনের মনিকোঠায় স্থান করিয়ে

দিতে পারি নি যে শাড়ি আর নারীর মাঝে কি এক অপরুপ সম্পর্ক বিদ্যমান।

তোমার আধুনিকতার ছোঁয়ায় আমায় হয়তো তুমি সেকেলে ই বলবে কিন্তু আমি যে বড্ড বেশি আধুনিক হতে পারি না।

ঐ তোমাদের ভাষায় যাকে বড্ড বেশি আনসোশ্যাল বলে মনে হয় সেই আমিটা আজো চিঠির মাঝেই প্রেম খুজে ফিরি কেন জানো?

কারন সেখানে রয়েছে পবিত্রতার ছোঁয়া। সে যাক বাদ থাকুক, কতকাল হারিয়ে গেছে জীবনের সাথে বদলে গেছে সময়,

বদলে গেছে আধুনিকতার ছোয়ায় পাল্টে গেছে সব। আধুনিকতার ছোয়ায় সব পাল্টে গেলেও শাড়ি এখনো বাঙালী নারীদের পছন্দ।

যারা সুন্দর শাড়ি পরে তারা রুচিশীল আর যারা সৌন্দর্যের এক অন্য রুপে গ্রাস করে সব কিছুকেই। আমরা অনেকেই কিন্তু সব সময়

১ নং পয়েন্ট অনুসরণ করি। কিন্ত সেক্ষেত্রে আমাদের কাস্টমার নাও হতে পারে কারন আমরা প্রোডাক্ট এর সাথে সাথে

কিনি আমাদের আবেগ আর অনুভুতি। আর সেই অনুভুতি প্রকাশ করতে হলে পড়াশুনা করতে হবে..

পড়াশুনা করার জন্য তো আপনার একটা প্ল্যাটফর্ম লাগবে। সেল পেতে চাইলে অন্য কোথাও যাওয়া উচিৎ তবে শিখতে হলে

একমাত্র এখানে থাকবেন। তবে এখানে আপনার শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে পরিচিতি পেলে সেল হবে কারণ ওই যে আমরা অনুভূতি কিনি

এই যে যারা এ-ই পোস্ট পড়েছেন + যারা জানতেন না তারা কিন্তু শিখে ও নিতে পারেন নান্দনিক উপায়ে সেল এর পদ্ধতি।

আপনি পড়ছেন বলেই তো জেনেছেন.. পড়াশুনার বিকল্প নেই… পড়াশুনাই একমাত্র সম্পদ যা নিজের থাকে আমৃত্যু… ভালবাসা সকলের জন্য যারা লেখাপড়া করতে চান আমার সাথে

আমি কে বলুন তো? একজন স্বপ্নের ফেরীওয়ালা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *