আমি যখন অনলাইন উদ্যোক্তার ১০০ দিন বইটির প্রথম খন্ড লিখতে বসেছিলাম তখন মুলত আমার লেখা একটা বই থাকবে পৃথিবীর বুকে, এই কথাটার বাইরে আর কিছুই ভাবিনি।
২০২১ এর মেলাতে যখন বইটা আসার আগেই কোভিডের জন্য মেলা বন্ধ হয়ে গেলো তখন খারাপ লেগেছিলো,এইবার ও মেলা শুরু হয়েছিলো নিয়মিত সময়ের ১৫ দিন পরে।
২১ শে ফেব্রুয়ারির পরে বই এলে সেভাবে সাড়া ফেলেনা বলেই সবাই বলেছিলো।আমিও তেমনই ভেবেছিলাম।এই ফাঁকে আমি যে একটু মার্কেটিং করবো আমার আইডি থেকে,সেটারও উপায় ছিলোনা কেননা ৩০ দিনের জন্য আইডি রেস্ট্রিকটেড ছিলো। ফেসবুক জানিয়েছিলো- আমার সব পোষ্টে ৩০ দিন রিচ কম থাকবে (আমার ছাত্রকে একটু বান্দর বলেছিলাম বলেই এমন করেছিলো
)।
সব অবসান কাটিয়ে ২৭ শে ফেব্রুয়ারি একুশে বইমেলা-২০২২ এ আমার বইটি চলে আসলো জ্ঞানকোষ প্রকাশনীর স্টলে।
আজ ৮ দিনের মধ্যেই চেঞ্জ এসেছে অনেক আমার জীবনে,দেশের বিভিন্ন প্রান্ত থেকে বইটা নিতে আর আমার একটা স্বাক্ষর পেতে,আমায় একটু দেখতে চলে এসেছেন অনেক ভাইয়া আর আপুরা।
মুলত উদ্যোক্তাদের নিয়ে এমন গাইডলাইনের বই বাংলাদেশেই প্রথম।যারা পড়বেন তারা নিঃসন্দেহে উপকৃত হবেন।
কাজী শারিকা শারমীন আপু জানালেন এমন বই পেয়ে উনি কৃতজ্ঞ।পড়ে এতটাই খুশি যে ভাষায় প্রকাশ করার মত নয়।
এভাবে রিভিউ দিলে পোষ্ট শেষ হবেনা।আমি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আপনাদের নিকট।
প্রকাশক জানিয়েছেন- মুদ্রিত প্রথম স্লাইসের সকল কপি শেষ,আলহামদুলিল্লাহ। নতুন করে বই আসছে আবার।
আজ জানতে পেরেছি চট্টগ্রাম থেকে যারা ক্রয় করতে চাইছেন তারা মেলাতে এবং চট্টগ্রাম ও বাংলাদেশের গর্ব এবং অন্যতম সেরা লাইব্রেরি Baatighar Chattogram পাওয়া যাবে।
২০০৬ সাল থেকে যাত্রা শুরু বাতিঘরের,যেখানে রয়েছে ১০০০+ লেখকের ১ লক্ষাধিক বই।
অনেকের কাছেই এটি কিছুই না,কিন্তু আমার কাছে এটাই স্পেশাল।
এমন নিউজগুলি দারুনভাবে অনুপ্রাণিত করে আমায়।দিনশেষে সকল প্রশংসা মহান আল্লাহ পাকের নিকট।আর আমি কৃতজ্ঞ আপনাদের নিকটেও।
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন,ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন,পেজ প্রমোট ও বুষ্টিং,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং ও সফটওয়্যার ডেভলপমেন্ট নিয়ে।