Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
✅ মার্কেটিং এর ছোট্ট একটা স্ট্রাটেজি ✅
হঠাৎ করেই দেখি নানা শব্দের মধ্যে একটু পরিচিত হাকডাক,নাহ আসলে পরিচিত কেউ এখানে আসেনি।বরং একজন লোককে দেখলাম এলাকার গলির রাস্তায় হ্যান্ড মাইকে কাস্টমার ডেকে “গুড়া চিংড়ি” মাছ বিক্রি করছেন।
মার্কেটিং এর ভাষায় উনি যে স্লোগানটা ব্যবহার করছেন তা হলো- ” সাগরের চিংড়ি মাছ ১০০ টাকা পোয়া, মাত্র ১০০ টাকায় সাগরের পরিস্কার গুড়া চিংড়ি। খেতে মজা, ভালো চিংড়ি মাছ ১০০ টাকা পোয়া (২৫০ গ্রাম)।
তার হাকডাক শুনে কাছে গেলাম আর জিজ্ঞেস করলামঃ
– মামা এই চিংড়ি দিয়ে চর্চড়ি কেমন লাগবে খেতে?
তার উত্তর
-অনেক ভালো, শুধু চর্চড়ি কেন! এটা দিয়ে ভর্তা আর বড়াও খাইতে পারবেন।
কথাটি শুনে মাথায় একটা আইডিয়া চলে আসলো।
মার্কেটিংয়ে পণ্য বিক্রির একটা কৌশল হচ্ছে ” অনেক সময় টার্গেট কাস্টমার কে জানানো বা বোঝানো যে তার আসলে কেনো পণ্য টা লাগবে এই পণ্য তাকে কিভাবে উপযোগ দিতে পারবে।
অনেক কাস্টমারকে এটা বুঝিয়ে দিতে পারলে তারা পণ্যটা ক্রয় করে।
সেই যায়গা থেকে আমি মামাকে বললামঃ
– মামা আপনি একটা কাজ করেন, আপনার মাইকিংয়ে একটা কথা বাড়িয়ে দেন।
মামা বললেনঃ
– কি কথা মামা?
– আপনি আপনার সাগরের চিংড়ি মাছ ১০০ টাকার কথা ঠিক রেখে বলেন। বড়া খান, ভর্তা খান মাত্র ১০০ টাকায় সাগরের চিংড়ি মাছ দিয়ে।
মামা শুনেই হেসে দিলো আর বললোঃ
-এইটা কেন বলবো মামা?
– দেখেন ভর্তা আর বড়ার প্রতি আমাদের একটা দুর্বলতা আছে। আমার নিজের মাথায় যেমন আসতেছিলো না এই চিংড়ি দিয়ে কি কি করব যখন আপনি বললেন ভর্তা ও বড়া খাওয়া যাবে তখনি চিংড়ি কিনতে ইচ্ছা করছে।
মামা শুনে আশ্বস্ত হলেন আর তার মাইকিং কপি টা চেঞ্জ করে দিলেন।
ছাদে বসে দেখা যাচ্ছে, তার কাছে কাস্টমার ভালোই ভিড় করছে।
স্ট্রাটেজি প্রয়োগ করে তার সেলস টা জানার পাশাপাশি একটা বড় এক্সপেরিমেন্ট তো করাই যেতে পারে আমাদের নিজেদের কাজে।
ছবি সংগ্রহ করা হয়েছে।