বিজনেস নিয়ে, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলবো, বিজনেস স্কেল করা ছাড়া মুলত আমাদের কোন উপায় নেই। যারা লং টার্ম ব্যবসা করতে চায় তাদের অবশ্যই উচিত প্রাথমিক অবস্থায় যে প্রফিট হবে তা রি ইনভেস্ট করা।
আমি এই কথাগুলি অনেকবার বলেছি আপনাদেরকে,ক্লাসেও বলেছি।আর একটা জিনিস বলি সেটা হলো- ফোকাস। আমরা একটা কাজে ফোকাস থাকিনা।এইটা অনেক বড় সমস্যা।
অনেকেই আছে যারা শুধু মাত্র ফেসবুক পেজ থেকে শুরু করে এখন ২-৩ টা শো-রুম/আউটলেট দিয়ে ফেলেছে, পাশাপাশি ওয়েবসাইট এর মাধ্যমে আরো এডভান্সড মার্কেটিং করছে।তাদের সেল নিয়ে চিন্তা করতে হয়নি।এবং তারা জানেন এটা নিয়ে চিন্তা আর করতেও হবেনা কারন হলো- তারা সঠিক প্ল্যানিং ও স্ট্র্যাটেজি ফলো করেন এবং সেভাবেই এজেন্সি খুঁজে নেন।
আবার অনেকেই আছে যারা পেজ দিয়েই একটা সময়ে,লক্ষ লক্ষ টাকা সেল করেছেন কিন্তু এখন আসলে তাদের পেজের সেল নাই,পেজের নোটিফিকেশন কেউ পাইনা।অনেল চেষ্টা করেও এখন সেল নেই।এর একটাই বড় কারন, পরিকল্পনার অভাব।
ফেসবুক একটি কমিউনিটি প্লাটফর্ম, এর চেঞ্জ আসবে। নতুন প্লাটফর্ম যুক্ত হবে( যেমন টিকটক )। কিন্তু ব্যবসায় গ্রোথ নিয়ে চিন্তা করা লাগবেনা যদি সঠিক পরিকল্পনা থাকেন।
সঠিক পরিকল্পনা করে খুবই ক্যালকুলেটিভভাবে এগিয়ে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *