যে নামে আপনার পেজ আছে,সেই নামে ডোমেইন না পেলে যা করতে পারেন
আমরা অনেকেই আমাদের আগের সেশনে জেনেছিলাম, একটা উদ্যোগের নাম কিভাবে নির্বাচন করবো।সেখান থেকেই আমরা জেনেছিলাম-ডোমেইন সম্পর্কে।
অনেকের মনেই প্রশ্ন হলো- আমার তো পেজ খোলা অনেকদিন,তখন আমি বুঝতাম না ডোমেইন কি।এখন বুঝেছি এটা আমার করা উচিত।এখন যদি পেজের নামে ডোমেইন না পাই,তাহলে কি করবো?
যে নামে পেজ আছে সেটা যদি অনেক পুরোনো ও মোটামুটি পরিচিত হয় তাহলে ঐ পেজকে বাদ দেবার দরকার নেই।
নতুন কিংবা অপরিচিত হলে বাদ দিয়ে নতুন নাম রেখে ডোমেইন কিনেই শুরু করা ভালো।
ধরুন, কারো পেজের নাম Artistry Sense, এই নামে পেইজটি পরিচিতি পেয়েছে,কিন্তু ডোমেইন নাই।তাহলে যা করবেন- এই নামের বানানে কোনকিছু চেঞ্জ করতে পারেন
কিংবা নামের পরে BD যোগ করতে পারেন।
তাহলে এমন হবে-
Page Name- Artistry Sense
Logo- Artistry Sense BD কে কিভাবে প্রেজেন্ট করতে হবে সেটা ডিজাইনার বুঝবেন
বানান যেভাবে চেঞ্জ করা যায়-
ধরুন কারো পেজের নাম Exclusive Gadget
এই নামে ডোমেইন না পাওয়া গেলে, Xclusive Gadget নামে ডোমেইন কিনবেন।
পেজ এবং লোগো ও ইউ আর এল একই নামে করবেন।