যে নামে আপনার পেজ আছে,সেই নামে ডোমেইন না পেলে যা করতে পারেন
আমরা অনেকেই আমাদের আগের সেশনে জেনেছিলাম, একটা উদ্যোগের নাম কিভাবে নির্বাচন করবো।সেখান থেকেই আমরা জেনেছিলাম-ডোমেইন সম্পর্কে।
অনেকের মনেই প্রশ্ন হলো- আমার তো পেজ খোলা অনেকদিন,তখন আমি বুঝতাম না ডোমেইন কি।এখন বুঝেছি এটা আমার করা উচিত।এখন যদি পেজের নামে ডোমেইন না পাই,তাহলে কি করবো?
✅ যে নামে পেজ আছে সেটা যদি অনেক পুরোনো ও মোটামুটি পরিচিত হয় তাহলে ঐ পেজকে বাদ দেবার দরকার নেই।
✅ নতুন কিংবা অপরিচিত হলে বাদ দিয়ে নতুন নাম রেখে ডোমেইন কিনেই শুরু করা ভালো।
✅ ধরুন, কারো পেজের নাম Artistry Sense, এই নামে পেইজটি পরিচিতি পেয়েছে,কিন্তু ডোমেইন নাই।তাহলে যা করবেন- এই নামের বানানে কোনকিছু চেঞ্জ করতে পারেন
কিংবা নামের পরে BD যোগ করতে পারেন।
তাহলে এমন হবে-
Domain Name- artistrysensebd.com

Page Name- Artistry Sense
Logo- Artistry Sense BD কে কিভাবে প্রেজেন্ট করতে হবে সেটা ডিজাইনার বুঝবেন
✅ বানান যেভাবে চেঞ্জ করা যায়-
ধরুন কারো পেজের নাম Exclusive Gadget
এই নামে ডোমেইন না পাওয়া গেলে, Xclusive Gadget নামে ডোমেইন কিনবেন।
পেজ এবং লোগো ও ইউ আর এল একই নামে করবেন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *